জয়পুরহাটে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সোমবার ভোর ৫টা ৫৭ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ২১বার তোপধ্বনির মধ্য দিয়ে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহিদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়।
প্রথমেই জেলা প্রশাসক মোকাম্মেল হক ও পুলিশ সুপার রশিদুল হাসান পুস্পস্তবক অর্পন করেন এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও এর অংগসংগঠন এবং অন্যান্য রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, শ্রমিক সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারন জনতা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুজকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয় এবং সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
আরএম/