জয়পুরহাটে মাটির স্তূপে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই শ্রমিক।
বুধবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলার মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের মৃত কলিমুদ্দিনেরর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আতিয়ার হোসেন (৩৫)। আহতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের মনসুর হোসেনের ছেলে বাবু হোসেন (২৫) ও ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে রায়হান হোসেন (২৫)।
জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানিয়েছেন, মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি ভবন নির্মাণের জন্য খনন করা মাটি স্তূপ করে রাখা হয়। সেসব মাটি ট্রাক্টরে করে বিদ্যালয়ের দপ্তরি রাসেল হোসেনের পুকুর ভরাটের জন্য নেওয়া হচ্ছিল। মাটি সরানোর সময় স্তূপের ওপর থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন ট্রাক্টরের চার শ্রমিক। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করেন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুজনকে জয়পুরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
আজকের বাজার/শারমিন আক্তার