জেলায় আজ মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. কে এম জোবায়ের গালীব। কর্মশালায় মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টিসেবা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত কার্যক্রম তুলে ধরেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি প্রধান ও প্রোগ্রাম ম্যানেজার মো. হুমায়ন কবির।
অনুষ্ঠানে জয়পুরহাট জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের বর্তমান পরিস্থিতি ও অগ্রগতি তুলে ধরেন জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারি পরিচালক মাহফুজা খানম, ডিষ্ট্রিক কনসালটেন্ট ডা. সীতেন্দু শেখর দাস প্রমূখ। কর্মশালায় জেলার সব উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিক্যাল অফিসার ( ক্লিনিক), সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মা ও শিশু স্বাস্থ্যসেবা প্রদানকারী বে-সরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রধানরা অংশগ্রহন করেন। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান