জয়পুরহাট সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৬ মে) সকালে উপজেলার তেঘর শেখপাড়া এলাকায় একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম মাসুম (২৬)। নিহত মাসুম ওই এলাকার জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ বলছে, মাসুম একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে অন্তত ৬টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে মাসুমদের বাড়ির কাছেই একটি ধানক্ষেতে থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাসুমের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি এবং নওঁগার বদলগাছী থানায় ৬টি মামলা রয়েছে বলেও জানান ওসি সেলিম হোসেন।
আজকের বাজার/একেএ