জয়পুরহাটের আক্কেলপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো এক শ্রমিক আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার জাফরপুর হিন্দুপাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে ভেতরে পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে। পাঁচ শ্রমিক মারা গেছেন এবং অসুস্থ অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ওসি জানান, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হবে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আজকের বাজার/এমএইচ