জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে কাব ও স্কাউটদের সৃজনশীল প্রতিভা বিকাশে বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনায় ও রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপনায় জয়পুরহাটে জেলা পর্যায়ে কাব-স্কাউটসদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আজ বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় সৎ, চরিত্রবান ও আদর্শ নাগরিক তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্কাউটিং কার্যক্রম চালু রয়েছে। স্কাউটরা নিয়মিত লেখাপড়ার পাশাপাশি কো-এডুকেশন কার্যক্রমের আওতায় স্কাউটিং কায়ক্রমে অংশগ্রহণ করে থাকে। স্কাউটিং কার্যক্রমের অংশ হিসেবে কাব ও স্কাউটদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছর আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ লাভ করে থাকে।
জেলা স্কাউট ভবনে আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় কাব ও স্কাউটসরা রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, পল্লী গীতি, দেশাত্ববোধক, নৃত্য, চিত্রাংকন, কেরাত, আজান, ছড়া ও কবিতা বিষয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। এ সময় জেলা স্কাউট সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জেলা কাব লিডার হাবিবুর রহমান ও জেলা স্কাউটসের সমন্বয়কারী নুরুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন। জেলার পাঁচ উপজেলা থেকে বাছাইকৃত ১০ টি বিষয়ে ৫০ জন কাব ও স্কাউট জেলা পর্যায়ে আয়োজিত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান