প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ , আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসাবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সোমবার আয়োজন করা হয় কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।
জয়পুরহাট জেলা স্কাউট ভবনে আয়োজিত বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় এবং জয়পুরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫৯৫ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডমেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। জয়পুরহাট জেলা স্কাউট কমিশনার নন্দলাল পার্শী প্রধান অতিথি হিসেবে ওেিয়ন্টেশন কোর্সের উদ্বোধন করেন। সভা পতিত্ব করেন কোর্স পরিচালক ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু। বক্তব্য রাখেন জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক রেহেনা ইয়াসমিন, জেলা কাব লিডার হাবিবুর রহমান, পাঁচবিবি উপজেলা কাব লিডার মিজানুর রহমান প্রমূখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কাব লিডার হাবিবুর রহমান, জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক রেহেনা ইয়াসমিন, পাঁচবিবি উপজেলা কাব লিডার মিজানুর রহমান, আসাদুজ্জামান মুকুল প্রমূখ। প্রশিক্ষণে আক্কেলপুর ও কালাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক/ শিক্ষিকা অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশন শেষে তাদের হাতে সনদপত্র প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে কাব-স্কাউট দল খোলা সহ সৎ, যোগ্য, আদর্শ ও দক্ষ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান