শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন-শিখানো কার্যক্রমে শিক্ষক মন্ডলীকে সহায়তা করার লক্ষ্য নিয়ে জয়পুরহাটে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার।
ছাত্র-ছাত্রীদের সরসরি ভোটে নির্বাচিত স্টুডেন্টস কেবিনেট গণতন্ত্রের চর্চা এবং ইতিবাচক গনমূলক ও সৃজনশীল সফল কার্যক্রম বাস্তবায়নের পাশাপিাশি শিক্ষার্থীদের আরো দায়িত্বশীল ও পাঠ মনোযোগী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সার্বিক তত্বাবধানে এ নির্বাচনের আয়োজন করা হয়। জয়পুরহাটে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীরা সুশৃংখল ভাবে লাইন ধরে তাদের ভোটাধিকার প্রদান করছেন। সকাল ৯ টা থেকে শুরু হয়ে একটানা বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পুলিং অফিসার এবং পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। জেলা শহরের মাষ্টাপাড়াতে অবস্থিত জয়পুরহাট বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয় , রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, সদর থানা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইনস একাডেমী ঘুরে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে লাইনে দাড়িঁয়ে ভোট দিতে দেখা যায়। ভোট অনুষ্ঠানের জন্য আগে থেকে প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করা হয় স্কুল গুলোতে। জেলায় ২শ ৬০ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাতে এক যোগে এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদ্জ্জুামান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান