জয়পুরহাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

জেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ থেকে ৭দিন ব্যাপী মেলাসহ বিভিন্ন কর্মসচি গ্রহণ করেছে স্থানীয় জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সার্কিট হাউস মাঠে আয়োজিত ৭ দিন ব্যাপী কর্মসূিচর মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল ১০ টায় ’মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন” মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক ভিডিও প্রদশর্নী। বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ৫০টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তী র‌্যালি জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ করবে, স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে ৭ দিন ব্যাপী ধারাবাহিক আলোচনা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সার্কিট হাউস মাঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান