জেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ থেকে ৭দিন ব্যাপী মেলাসহ বিভিন্ন কর্মসচি গ্রহণ করেছে স্থানীয় জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সার্কিট হাউস মাঠে আয়োজিত ৭ দিন ব্যাপী কর্মসূিচর মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল ১০ টায় ’মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন” মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক ভিডিও প্রদশর্নী। বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ৫০টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তী র্যালি জেলার পাঁচ উপজেলা প্রদক্ষিণ করবে, স্বাধীনতা যুদ্ধে বীরাঙ্গনাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে ৭ দিন ব্যাপী ধারাবাহিক আলোচনা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সার্কিট হাউস মাঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান