স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দিনের মতো চলছে জেলার স্কুল গুলোতে উৎসাহ ও উদ্দীপনায় শ্রেণী কক্ষে পাঠদান কার্যক্রম। করোনা প্রাদুূর্ভাবের কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর জেলা শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের আনাগোনায় মুখোরিত হয়ে উঠেছে।
জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, শ্রেণী কক্ষ গুলো পরিস্কার পরিচ্ছন্ন এবং সকল শিক্ষার্থীর মুখে মাস্ক রয়েছে। দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা তাদের ক্লাস করছেন। শিক্ষা বিভাগ থেকে স্বাস্থ্যবিধি পালনে কঠোর ভাবে নজরদারী করা হচ্ছে। জেলায় প্রাথমিক পর্যায়ে বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ৩৭২টি ও মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে ২৭০ টি। সব গুলো শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব বজায় রেখে ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করেছেন শিক্ষকরা। বিদ্যালয়ে ফিরতে পেরে শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল। কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহবুব উল আলম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি পালনে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্কসহ সরকারের নির্দেশনা পালনে বিদ্যালয় পর্যায়ে পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান