সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে সচেতনতামূলক এক কর্মশালা বুধবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাফিক পুলিশ বিভাগ ওই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সড়কে দুর্ঘটনা রোধে বর্তমান সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। ট্রাফিক পুলিশ পরিদর্শক জামিরুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক গোলাম হক্কানী, সদস্য সচিব নন্দলাল পার্শী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ট্রাক ও ট্যাংলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ও মোটর মালিক গ্রুপের মোজাফ্ফর রহমান।
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন, এ জন্য পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। জেলার মোটর মালিক, শ্রমিক, হেলপার, জনপ্রতিনিধি ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান