কর্মজীবি ল্যাকটেটিন মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় আজ সোমবার জয়পুরহাট পৌর মিলনায়তনে এক হেলথক্যাম্প অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হেলথক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা রহমান বিথি, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন, জয়পুরহাট পৌরসভার সচিব এ টি এম মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট জেলা হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার খাজা গোলাম মওদুদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ সানজিদা ইয়াসমিন, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজুসহ আরও অনেকে। হেলথক্যাম্পে জয়পুরহাট পৌর এলাকার ২০১৯-২০ অর্থ বছরের ভাতাপ্রাপ্ত উপকারভোগী মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদানসহ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান