জেলার উপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক কালের টর্নেডো ও শিলা বৃষ্টিতে ১ কোটি ৪০ লাখ টাকার ফসলের ক্ষতি নির্ধারণ করেছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, গত ২ এপ্রিল পাঁচবিবি উপজেলায় টর্নেডোর আঘাতে তছনছ হয়ে যায় নওদা, সমসাবাদ, বাগুয়ান, দানেজপুর গ্রামের ফসল। টর্নেডো ও শিলা বৃষ্টিতে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা মিলে বোরো ধান ৩৫০ হেক্টর, ভূট্টা ১২ হেক্টর, শাক-সবজি ২০ হেক্টর, কলা ১৫ হেক্টর, ফলবাগান ৭ হেক্টর ও স্ট্রবেরী ৩ হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে কৃষি বিভাগ প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ফসলের পরিমান নির্ধারণ করেছে ১ কোটি ৪০ লাখ টাকা । টর্নেডোতে পাঁচবিবি উপজেলার তিন শতাধিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয় । পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য কৃষি প্রণোদনার আওতায় ইতোমধ্যে ৮৫ জন কৃষককে ৫ কেজি আউস ধানের বীজ, ১৫ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার প্রদান করা হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য ক্ষয় ক্ষতির বিবরণ সহ কৃষি মন্ত্রণালয়ে একটি পত্র পাঠানো হয়েছে বলেও জানান, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুধেন্দ্রনাথ রায়। অপরদিকে, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে গৃহনির্মাণ ও মেরামত বাবদ সরকারি ভাবে ৮ লাখ টাকা, ২ শ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়েছে। এ ছাড়াও ক্ষতিগস্থ পরিবার গুলোকে সহায়তায় এগিয়ে আসছে স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ , বন্ধন, ব্র্যাক সহ স্থানীয় বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: সামছুল আলম দুদু।
সূত্র - বাসস