আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যলয়ে বুধবার বেলা ১১টায় সাংবাদিক ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করা হয়। জেলায় এবার ১ লাখ ২৬ হাজার ২৯১ শিশুকে ভিটামিন’এ’খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কার্মশালায় জানান সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।
জেলায় ভিটামিন’এ’প্লাস ক্যাম্পেইন সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৬-১১ মাস বয়সের শিশু ১১ হাজার ১৩০ জন ও ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ১৫ হাজার ১৬১ জন শিশুকে এবার ভিটামিন’এ’খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জেলার পাঁচ উপজেলায়, ইউনিয়ন, পৌরসভা ও ভ্রাম্যমাণসহ মোট ৮শ ২৫ টি কেন্দ্রে স্বাস্থ্যসহকারি, পরিবার কল্যাণ সহকারি এবং স্বেচ্ছাসেবী হিসেবে ২ হাজার ৫৫ জন দায়িত্ব পালন করবেন। শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন’এ’এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ১১ জানুয়ারী সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের ভিটামিন’এ’ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রংয়ের ভিটামিন’এ’ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কর্মশালায় যোগদান করেন। সূত্র-বাসস
আজকের বাজার/আখনূর রহমান