কৃষি উৎপাদনে উদ্বৃত্ত জয়পুরহাট জেলায় গত ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩৬৩ কোটি ২৭ লাখ ৬৬ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ কোটি ৬ লাখ ১৬ হাজার টাকা অতিরিক্ত।
জেলা কৃষি ঋণ কমিটি সূত্র জানায়, কৃষি উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটে কর্মরত ১৯টি রাষ্ট্রয়াত্ব ও তফশিলী ব্যাংক ২০১৭-২০১৮ অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য করে ৩৪৬ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা।
সূত্রটি জানায়, চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংক ভিত্তিক কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা ও বিতরণের মধ্যে রয়েছে অগ্রণী ব্যাংক ২২ কোটি ৪২ লাখ টাকা বিতরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ কোটি ১০ লাখ ১৮ হাজার বিতরণ করা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১১৭ কোটি ৬০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১১৭ কোটি ৬১ লাখ ৪০ হাজার, জনতা ব্যাংক ৬ কোটি সাড়ে ২৬ লাখ টাকার বিপরীতে ২ কোটি ৫৬ লাখ ৩৩ হাজার, সোনালী ব্যাংক ৪০ কোটি ৮৭ লাখ টাকার বিপরীতে ৩৬ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার টাকা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ১২ কোটি ৫২ লাখ টাকার বিপরীতে ৩১ কোটি ১৭ লাখ ৩৪ হাজার, ন্যাশনাল ব্যাংক ২৫ কোটি টাকার বিপরীতে ২৩ কোটি ৫৩ লাখ ৩০ হাজার, উত্তরা ব্যাংক ৫০ লাখ টাকার বিপরীতে ১ কোটি ৭৯ লাখ ৭০ হাজার, রূপালী ব্যাংক ১ কোটি ২৪ লাখ টাকার বিপরীতে ৮২ লাখ ৭ হাজার, পূবালী ব্যাংক ৮৫ লাখ টাকার বিপরীতে ১ কোটি এবং প্রাইম ব্যাংক ৬০ লাখ টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১৫ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
এছাড়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২০ কোটি ৫০ লাখ টাকার বিপরীতে ২০ কোটি ২০ লাখ, আইএফআইসি ব্যাংক ৫ কোটি টাকার বিপরীতে ৩ কোটি ১৫ লাখ ১৩ হাজার, কর্মসংস্থান ব্যাংক ৫ কোটি ২০ লাখ টাকার বিপরীতে ৪ কোটি ৭২ লাখ ১০ হাজার, ব্র্যাক ব্যাংক ৩ কোটি টাকার বিপরীতে ৪ কোটি ৮৯ লাখ, গ্রামীণ ব্যাংক ৮২ কোটির বিপরীতে ৯৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার, ডাচ বাংলা ব্যাংক ১ কোটি ১০ লাখ টাকা লক্ষ্যমাত্রা ধার্য করলেও কোন ঋণ বিতরণ করতে পারেনি, ইউনাইটেড কমর্শিয়াল ব্যাংক ৫০ লাখ টাকার বিপরীতে ৭০ লাখ , ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১ কোটি টাকার বিপরীতে ৩৪ লাখ ২০ হাজার এবং শাহজালাল ইসলামী ব্যাংক ৫ লাখ টাকা লক্ষ্যমাত্রা ধার্য করলেও জুন পর্যন্ত কোন ঋণ বিতরণ করতে পারেনি।
সূত্রটি আরও জানায়, জুলাই মাসের জেলা কৃষি ঋণ কমিটির সভায় কাঙ্খিত মাত্রায় কৃষি ঋণ বিতরণ করতে না পারায় প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক’কে ব্যাখ্যা তলব করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অগ্রাধিকার প্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজননের মাধ্যমে দুগ্ধ খামার উন্নয়ন এবং মৎস্য খাতে শতভাগ ঋণ বিতরণ নিশ্চিত করা সহ প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ব্যাংকের শর্তাবলী পূরণ সাপেক্ষে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে ঋণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান সোনালী ব্যাংক লিঃ জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ের এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ও জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব জিতেন্দ্র নাথ পাল। তথ্য-বাসস।
আজকের বাজার/এমএইচ