জয়পুরহাট জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমে প্রথম স্থান অর্জন

পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মার্তৃত্ব রোধ করি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার সকাল ১০টায় এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সভায় জানানো হয় পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমে জয়পুরহাট প্রথম স্থান অর্জন করেছে।

জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। জয়পুরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: কে এম জোবায়ের গালীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনায় অংশগ্রহণ করেন সিভিল সার্জন ডা: শামস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তুলশী চন্দ্র রায়, দোগাছী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু প্রমূখ। বর্তমানে জয়পুরহাট জেলায় সক্ষম দম্পতির সংখ্যা হচ্ছে ২ লাখ ১০ হাজার ৭২০ জন। এর মধ্যে পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ৩৭১ জন।

পদ্ধতি গ্রহণের জাতীয় পর্যায়ে নির্ধারণকৃত লক্ষ্যমাত্রা ৭২ ভাগের বিপরীতে জয়পুরহাট জেলায় লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে ৮৩ দশমিক ৭০ ভাগ বলে এ্যাডভোকেসি সভায় জানানো হয়। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের মূল্যায়নে জয়পুরহাট জেলাকে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান হিসেবে ঘোষণা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মার্তৃত্ব রোধ করি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-১৯ উদযাপন করা হবে বলে সভায় জানানো হয়। জেলার সকল গর্ভবর্তী মায়ের নিরাপদ ডেলিভারী নিশ্চিত করার জন্য কাজ করছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান