জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন করে যোগ হলো আরও একটি পিক-আপ ও একটি এ্যাম্বুলেন্স। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বুধবার সকাল ৯টায় নতুন যোগ হওয়া পিক-আপ ও এ্যাম্বুলেন্স এর উদ্বোধন করেন। জেলা পুলিশের কার্যক্রমকে গতিশীল করা ও অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধিসহ নানা কাজে বিশেষ ভূমিকা পালন করবে এ পিক-আপ ও এ্যাম্বুলেন্স। পিকআপ ও এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: সাজ্জাদ হোসেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিস) নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। জেলা পুলিশের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওই পিকআপ ও এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান