বৈদ্যুতিক সুইচ বোর্ডে কাজ করার সময় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জয়পুরহাট সদরের সাহাপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সদর উপজেলার সাহাপুর গ্রামের মোসলেমউদ্দিনের ছেলে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জামালগঞ্জ ডিগ্রী কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র শাকিল হোসেন শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে বৈদ্যুতিক সুইচ মেরামত করছিলো। এ সময় অসাবধান বশতঃ বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় ছেড়া তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয় সে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর ও এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে ।