রুপে-গুনে গ্ল্যামারে দুই বাংলায়ই সমান জনপ্রিয়তা পেয়েছেন জয়। তার গুনে মুগ্ধ অনেকেই।তবে জয়ার প্রতি সৃজিতের এমন মুগ্ধতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছেন
এ নিয়ে বারবার সৃজিত যেমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তেমনি জয়াও কম হননি। আর সৃজিতের সঙ্গে জয়ার খাতিরটাও গণমাধ্যমের চোখ এড়াতে পারে নি। জয়াকে ছাড়া ছবিই করতে চাচ্ছেন না এই পরিচালক। সব সমালোচনা কিংবা গুঞ্জন ছাপিয়ে তাই জয়ার প্রশংসায় পঞ্চমুখ থাকছেন সৃজিত।
সম্প্রতি কলকাতার জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন সৃজিত। সেখানে ইন্ডাস্ট্রি নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন। সাক্ষাৎকারের এক পর্যায়ে জয়াকে নিয়ে আবারো মুখ খোলেন তিনি।
সৃজিত বলেন, জয়ার মতো অভিনেত্রী...জয়ার মতো মানুষ...জয়ার মতো নারী আমি খুব খুব কম দেখেছি। এই সম্পর্ক বন্ধুত্ব, প্রেম বা তার চেয়েও বেশি কিছু অটুট থাকবে সবসময়।
আজকের বাজার/আরজেড