আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৬২ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ।
ডাবলিনের ক্যাসেল অ্যাভিনিউয়ে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬১ রান করেছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শাই হোপ ১০৯, রোস্টন চেজ ৫১ এবং সুনীল অ্যামব্রিস ৩৮ রান করেন।
বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন তিনি।
এছাড়া সাইফউদ্দিন ১০ ওভারে ৪৭ রানে ২টি, মুস্তাফিজুর রহমান ১০ ওভারে ৮৪ রানে ২টি, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট লাভ করেন। সাকিব ১০ ওভারে ৩৩ এবং মিরাজ ১০ ওভারে ৩৮ রান দেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ক্যারিবীয় ওপেনার অ্যামব্রিস ও হোপ। তাদের জুটিতে আসে ৮৯ রান। অ্যামব্রিসকে ফিরিয়ে জুটি ভাঙেন মিরাজ। সাকিব আল হাসানের বলে দ্রুতই সাজঘরে ফেরেন ড্যারেন ব্রাভো (১)।
এরপর রোস্টন চেজকে সাথে নিয়ে ১১৫ রানের জুটি গড়ে টাইগার শিবিরে ভয় ধরিয়ে দেন শাই হোপ। একসময়ে মনে হয়েছিল স্কোরবোর্ডে তিন শতাধিক রান জমা করবে ওয়েস্ট ইন্ডিজ। তবে টাইগাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি আটকে রাখতে সক্ষম হয়।
দ্রুত রোস্টন চেজ, শাই হোপ ও জেসন হোল্ডারের উইকেট তুলে নিয়ে টাইগারদের খেলায় ফেরান অধিনায়ক মাশরাফি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে রানের গতি কমে যায় ক্যারিবীয়দের।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভ সূচনা করেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মাদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শন ডওরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন চার্টার, সুনীল অ্যামব্রিস, আসলে নার্স, জেসন হোল্ডার, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।
আজকের বাজার/এমএইচ