দক্ষিণ আফ্রিকাকে পেসারদের স্বর্গরাজ্য বলা হয়। এজন্যই ঘুরেফিরে টেস্টর আগে পেসারদের নামই উঠে আসছে। আর কন্ডিশন বিবেচনা করে কোচ হাথুরুসিংও দলে রেখেছেন ৫ জন পেসার। পেসারদরে মধ্যে রুবেল হোসেনই দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে অভিজ্ঞ।
২৭ বছর বয়সী এই পেসার ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হয়ে যুব বিশ্ব কাপে খেলেছেন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে তার বেশ ভালোই ধারণা আছে। প্রোটিয়াদের পেস এবং বাউন্সি উইকেটে ভালো করার প্রত্যয় প্রকাশ করেছেন পেসার রুবেল।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে রুবেল বলেন, এটা খুবই সুন্দর দেশ। আমরা জানি দক্ষিণ আফ্রিকা পেসারদের জন্য খুবই সহায়ক। এটা পেসারদের জন্য আদর্শ স্থান। তাই আমরা যদি ঠিকভাবে বল করতে পারি, আমরা জয় পাবই।
পেসাররা পরিকল্পনা মতো বল করতে পারলে সাফল্য পাওয়া সম্ভব বলে মনে করছেন রুবেল। তিনি বলেন, কোচ আমাদের উইকেট দেখিয়েছেন। এটা ভালো বাউন্সি উইকেট।এই কন্ডিশনটা একটু ভিন্ন রকম বলে আমাদেরকে লাইন এবং লেংথ বজায় রেখে বোলিং করতে হবে।কারণ হিসেবে তিনি বলেন ‘বাউন্সি উইকেটে পেছনে বল করলে ব্যাটসম্যানদের জন্য কাজটি সহজ হয়ে যাবে। সেই ব্যাপারটি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে।’
প্রথম টেস্ট ভেন্যু দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে গতকাল সোমবার অনুশীলন করেছেন টাইগাররা। অনুশীলন কালে রুবেল বলেন, এখানে পৌঁছানোর পর আমরা কঠোর অনুশীলন করে যাচ্ছি। ফিটনেস ঠিক রাখতে ও দ্রুত এই কন্ডিশনে খাপ খাওয়াতে কাজ করছি আমরা।
টাইগার দলে রুবেল ছাড়াও ৪ পেসার তাসকিন আহমেদ,শফিউল ইসলাম,মুস্তাফিজুর রহমান এবং সুভাসিষ রয় আছেন।
আসছে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। সফরে স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা।
আজকের বাজার: সালি / ২৬ সেপ্টেম্বর ২০১৭