আজ মঙ্গলবার ২৩জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এ ম্যাচ জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১০ ওয়ানডে জয়ের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। যা যে কোনো দলের বিপক্ষে হবে সর্বোচ্চ। তাই কোন ছাড় দিতে নারাজ টাইগাররা। অন্যদিকে,জিম্বাবুয়ের জন্য ডু অর ডাই ম্যাচ।এ ম্যাচ জিতলে ফাইনালে উঠার সম্ভাবনা রয়েছে টাইবুদের্।
মঙ্গলবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচেই নতুন কিছু পাওয়ার থাকে, প্রাপ্তির খাতায় যোগ হওয়ার থাকে লেটার মার্কস। তাই জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুটি ম্যাচকে বড় করেই দেখছেন জাতীয় দলের এ ক্রিকেটার।
ফাইনাল নিশ্চিত বলেই বাংলাদেশের চোখ এখন পারফরমেন্সকে আরো এগিয়ে নেয়া ও আরো ক্ষুরধার করা। সেই লক্ষে্য একাদশে একটি পরিবর্তন আসতে পারে।
আজকের বাজার:এসএস/২৩জানুয়ারি ২০১৮