মালাগার লা রোজালেদা স্টেডিয়ামে মালাগাকে ৩-০ গোলে হারানো ম্যাচে রিয়ালের কোচ হিসেবে শততম জয় তুলে নিয়েছেন জিনেদিন জিদান। ২০১৬ সালের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজ বরখাস্ত হওয়ার দিনে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জিদান। দুই বছরের একটু বেশি সময়ে জয়ের সেঞ্চুরি করলেন ‘জিজু’।
জিদানের সবচেয়ে বেশি জয় এসেছে লা লিগায়। ৯৯ ম্যাচে জয় ৬৬টি, ড্র ১৫টি, হার ৯ ম্যাচে। চ্যাম্পিয়নস লিগে জিদানের অধীনে ৩০ ম্যাচে রিয়ালের জয় ২০টি, ড্র হয়েছে ৬টি, হার ৪টি। কোপা ডেল রেতে ১২ ম্যাচে জিদানের জয় ৬টি, ড্র ৪টি ও হার দুটি। জয়ের হার ৫০ শতাংশ।
ফিফা ক্লাব বিশ্বকাপে জিদানের রিয়াল ৪ ম্যাচের সবগুলোই জিতেছে (২টি শিরোপা)। উয়েফা সুপার কাপে ২ ম্যাচের ২টিতেই জয় (২টি শিরোপা)। স্প্যানিশ সুপার কাপেও ২ ম্যাচে ২ জয় (একটি শিরোপা)।
সব প্রতিযোগিতা মিলিয়ে জিদানের অধীনে রিয়াল মাদ্রিদ জিতেছে ৭২ শতাংশ ম্যাচ, যা রিয়ালের কোচ হিসেবে সবচেয়ে বেশি। শুধুমাত্র হোসে মরিনহোর রিয়াল এর কাছাকাছি ছিল (৭১.৯ শতাংশ)।
রিয়ালকে সবচেয়ে বেশি সময় কোচিং করানো কিংবদন্তি মিগুয়েল মুনোজের জয়ের হার ছিল ৫৯.১ শতাংশ (৬০২ ম্যাচে ৩৫৬ জয়)। আরেক কিংবদন্তি লুইস মলোনি ১৯৩ ম্যাচে জিতেছিলেন ৫৬ শতাংশ।
আজকের বাজার/ এমএইচ