স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে হোঁচট খাওয়ার পর জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। লুইস সুয়ারেজ ও জর্ডি আলবার গোলে প্রতিপক্ষ এইবারকে ২-০ তে হারিয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
এর আগে এস্পানিওলের মাঠে ১-১ ড্র করার পর গত সপ্তাহে ঘরের মাঠে গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কাতালানরা।
শনিবার রাতে এইবারের মাঠে গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের ১৬ মিনিটে লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন লুইস সুয়ারেজ। এইবারের গোলরক্ষক এগিয়ে এলে তাকে পেছনে ফেলে বোকা বানিয়ে বল জালে জড়ান সুয়ারেজ। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।
বিরতির পর ৬৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ফ্যাবিয়ান ওরেলানা মাঠ ছাড়লে ঘরের মাঠে দশজনের দলে পরিণত হয় এইবার। বাকি সময় দশজন নিয়ে খেললেও দুইয়ের অধিক গোল করতে পারেনি মেসি-সুয়ারেজরা। ম্যাচের ৮৮ মিনিটে জর্ডি আলবা দারুণ এক গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ২৪ ম্যাচের ১৯টিতে জিতে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বার্সা। ২২ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৪২ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।
আজকের বাজার : আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮