জয়ে ফিরল মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা দুই ড্রয়ের পর লিগে জয়ে ফিরেছে দলটি। কিংসলে চিগোজি ও নাসিরুল ইসলামের গোলে ২-১ ব্যবধানে জিতেছে মোহামেডান।

প্রথম পর্বে মোহামেডানকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছিল রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পঞ্চম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা অগাস্টিন ওয়ালসনের বাড়ানো বল প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার ফরোয়ার্ড কিংসলে।

দশম মিনিটে মোহাম্মদ সোহেল প্রতিআক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগালে সমতায় ফেরে আগের তিন ম্যাচ হেরে আসা রহমতগঞ্জ।

৩১তম মিনিটে বিপলু আহমেদের বাড়ানো বল নাসিরুল ইসলাম ক্রস বাড়ালে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পেলে ফের এগিয়ে যায় মোহামেডান। এ গোল ধরে রেখে অষ্টম জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

১৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে মোহামেডান। ১০ হারে তলানিতে থাকা রহমতগঞ্জের পয়েন্ট ১৩।
আজকের বাজার: সালি / ২৮ ডিসেম্বর ২০১৭