জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ। শ্রীলংকার কাতুনায়েকেতে আজ সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল।
টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে প্রথমে ব্যাটিং-এ পাঠায় বাংলাদেশের যুবারা। ২৮ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন হাসান সাকিব ও রাকিবুল হাসান। ১৬ রানে ২ উইকেট নেন শরিফুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওসামা হাসান। ৩৪ রান করেন আলিসান শারাফু। এছাড়া অন্য কোন ব্যাটসম্যানই দুই অংকে যেতে পারেননি।
সংযুক্ত আরব আমিরাতের ছুড়ে দেয়া ১২৮ রানের টার্গেট ২১ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ।
উদ্বোধণী জুটিতে ৬২ রান করে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন।
তানজিদ দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। ইমন করেন ৩০। ২৭ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়।