জয় দিয়ে দুঃস্মৃতি ভুলার প্রত্যাশা

এই সফর বাংলাদেশ দলকে আকাশ থেকে যেন একদম মাটিতে নামিয়ে আনল। বিগত দুই বছরের টানা সাফল্য, বাঘা বাঘা দলগুলোকে কোণঠাসা করে ফেলা, লড়াকু মনোভাব- দক্ষিণ আফ্রিকা সফরে সবই হয়ে উঠল মরীচিকা। প্রথমে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, এরপর একই পরিণতি ওয়ানডে সিরিজে। দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম টি-২০ ম্যাচেও হার। শেষ টি-২০’তে হারলে পূর্ণ হবে ব্যর্থতার ষোলকলা। যেন ‘হোয়াইটওয়াশের হোয়াইটওয়াশ’!

সেই ব্যর্থতার ষোলকলা কিংবা হোয়াইটওয়াশের হোয়াইটওয়াশ এড়াতে ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড়দের নিয়ে ঠাসা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২৯ অক্টোবর (রোববার), বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। পচেফস্ট্রুমে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচটি দিয়েই ইতি ঘটবে বাংলাদেশের প্রায় দেড়মাসব্যাপী সফরের।

সফরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মাঠে নেমেছে দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-২০’তে। তার মধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছে সূর্যের আলোতে। হতাশার বিষয়, বাংলাদেশের পারফরমেন্স দৃষ্টিকটু ছিল ঐ পাঁচ ম্যাচেই। টি-২০ সিরিজের মধ্য দিয়ে খেলাকালীন সময়ে প্রথমবারের মতো সফরে ফ্লাডলাইটের আলো দেখেছে টাইগাররা। এই ম্যাচে ২০ রানের হারের দাগ পুরনো ক্ষতে যুক্ত হলেও ম্যাচে ক্রিকেটারদের লড়াকু মানসিকতা কুড়িয়েছে প্রশংসা, এনে দিয়েছে স্বস্তি। শেষ ম্যাচে জয় পেলে সেই স্বস্তির মিশেলে সফরের দুঃস্মৃতি ভুলে থাকার একটা সুযোগ পাবে বাংলাদেশ।

তবে সেই সুযোগ এনে দিতে হলে বাংলাদেশকে যে প্রাণপণে লড়তে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রতিপক্ষের নাকানুচুবানি খাওয়ার ইতিহাস পুরনোই। সেই সাথে কাটা ঘায়ের নুনের ছিটা হয়ে আছে প্রোটিয়াদের সাম্প্রতিক দুর্দান্ত পারফরমেন্স। ইনজুরি আততায়ীর ভূমিকায় থেকে বাংলাদেশকে পিছিয়ে রেখেছে আরও। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে জয় দিয়ে সফর শেষ করতে হলে তাই দিতে হবে সামর্থ্যের সেরাটাই।

সম্ভাব্য একাদশ-

দক্ষিণ আফ্রিকাঃ

 কুইন্টন ডি কক/মাঙ্গালিসো মোসেলে, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি (অধিনায়ক), ডেভিড মিলার, ফারহান বেহারডিন, অ্যান্ডিলে ফেলুকায়ো, রবি ফ্রাইলিঙ্ক, ডেন প্যাটারসন/ডোয়াইন প্রিটোরিয়াস, ব্যেরান হ্যান্ড্রিক্স, অ্যারোন ফাঙ্গিসো/তাবরাইজ শামসি।

বাংলাদেশঃ

ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন/তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

আজকের বাজার: সালি / ২৮ অক্টোবর ২০১৭