জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসর শুরু করলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতরাতে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে ব্যাঙ্গালুরু ১০ রানে হারায় সানরাইজার্স হায়দারাবাদকে।
টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে হায়দারাবাদ। ব্যাট হাতে উড়ন্ত সূচনা করনে ব্যাঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত পাদিকাল ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ১১ ওভারে ৮৬ রান তুলেন তারা।
প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন ২০ বছর বয়সী পাদিকাল। ৩৬ বলে আইপিএলে নিজের প্রথম হাফ-সেঞ্চুরি পাওয়া বাঁ-হাতি পাদিকাল থামেন ৫৬ রানে। তার ৪২ বলের ইনিংসে ৮টি চার ছিলো। ২৭ বলে ২৯ রান করেন ফিঞ্চ।
বড় ইনিংস খেলতে ব্যর্থ হন অধিনায়ক কোহলি। ১৪ রান করেন তিনি। তবে ব্যাঙ্গালুরুকে লড়াই করার পুঁিজ এনে দেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫১ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ১৬৪ রানের লক্ষ্যে শুরুতেই দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে হারায় হায়দারাবাদ। ৬ রান করেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে ৬২ বলে ৭১ রানের জুটি গড়েন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও মনিষ পান্ডিয়া।
পান্ডিয়া ৩৪ রানে থামলেও, ৪৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬১ রান করেন বেয়ারস্টো। এই দু’জনকেই থামান ব্যাঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্রা চাহাল।
বেয়ারস্টো-পান্ডিয়ার বিদায়ের পর হায়দারাবাদের হাল পরবর্তীতে কোন ব্যাটসম্যানই ধরতে পারেননি। তাই ১৫৩ রানে অলআউট হয় হায়দারাবাদ। ব্যাঙ্গালুরুর চাহাল ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।