জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার এ রুল জারি করেন।
মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
মামলার আইনজীবী বশীর আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
আগামী রোববার এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।
আজকের বাজার: আরআর/ ০৪ ডিসেম্বর ২০১৭