প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট উপভোগ করেছেন। তিনি ভেন্যুতে পৌঁছালে সবাই তাকে স্বাগত জানায় বলে তার উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন ইউএনবিকে জানিয়েছেন। এ সময় কনসার্টে গান পরিবেশন করা শিল্পীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ হাসিনার সাথে অনুষ্ঠানে আরও যোগ দেন শেখ রেহানা, সায়মা ওয়াজেদ ও রাদওয়ান মুজিব সিদ্দিক।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তরুণ শাখা ইয়ং বাংলা গত ছয় বছর ধরে আর্মি স্টেডিয়ামে এ কনসার্টের আয়োজন করছে। ১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যোন) সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিনটি উপলক্ষে সিআরআই প্রতি বছর কনসার্টের আয়োজন করে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান