ঝড়ের গতিতে সুইস ইন্ডোরসের ফাইনালে ফেডেরার

ঝড়ের গতিতে সুইস ইন্ডোরসের ফাইনালে উঠলেন রজার ফেডেরার৷ ঘরের কোর্টে শীর্ষবাছাই রজার স্ট্রেট সেটে জিতে নেন সেমিফাইনালের লড়াই৷ তৃতীয় বাছাই গ্রীক তারকা স্টেফানোস সিসিপাসকে ৬-৪, ৬-৪ সেটে পরাস্থ করেন ফেডেরার৷ কেরিয়ারের দশম সুইস ইন্ডোরস খেতাব জয়ের লক্ষ্য রজার কোর্টে নামবেন আবাছাই অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স ডি’মিনাউরের বিরুদ্ধে

চলতি মরশুমে এটি ফেডেরারের ৫০ নম্বর ম্যাচ জয়৷ এই নিয়ে রেকর্ড ১৬টি মরশুমে ৫০টি বা তারও বেশি ম্যাচ জেতেন সুইস কিংবদন্তি৷ চলতি টুর্নামেন্ট এখনও একটিও সেট না খোওয়ানো রজার সুইস ইন্ডোরসে টানা ২৩টি ম্যাচ জেতার নজির গড়েন৷ ৩৮ বছরের ফেডেক্স এই নিয়ে কেরিয়ারের ১৫৭টি ট্যুর-লেভেল ইভেন্টের ফাইনালে উঠেলন৷

সেমিফাইনালে কার্যত নিখুঁত টেনিস উপহার দেন ফেডেরার৷ একটিও সাভিস না খোওয়ানো রজার ৭৮ মিনিটের লড়াইয়ে দু’বার ২১ বছরের সিসিপাসের সার্ভিস ভাঙেন৷ ফেডেরার উইনার মেরেছেন ২৮টি৷ প্রথম সার্ভিসে সাফল্য পেয়েছেন ৮০ শতাংশ৷ দ্বিতীয় সার্ভিসে সাফল্য পেয়েছেন ৮৫ শতাংশ ক্ষেত্রে৷

সেমিফাইনালে কার্যত নিখুঁত টেনিস উপহার দেন ফেডেরার৷ একটিও সাভিস না খোওয়ানো রজার ৭৮ মিনিটের লড়াইয়ে দু’বার ২১ বছরের সিসিপাসের সার্ভিস ভাঙেন৷ ফেডেরার উইনার মেরেছেন ২৮টি৷ প্রথম সার্ভিসে সাফল্য পেয়েছেন ৮০ শতাংশ৷ দ্বিতীয় সার্ভিসে সাফল্য পেয়েছেন ৮৫ শতাংশ ক্ষেত্রে৷

আজকের বাজার/আরিফ