ঝালকাঠিতে কুপিয়ে যুবক হত্যা

ঝালকাঠিতে শুক্কুর আলী হাওলাদার (২১) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে ঝালকাঠি উপজেলায় বড়ইয়া ইউনিয়নের ভাককাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. শুক্কুর আলী হাওলাদার (২১) উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো.দুলাল হাওলাদারের ছেলে। চলতি বছর রাজাপুর ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন শুক্কুর। তিনি এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে পুলিশ জানায়।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্কুরের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে।

তিনি বলেন, নিহতের মাথায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাসির হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজকের বাজার/আরজেড