ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেবাদান ও মেয়াদহীন ওষুধ ব্যবহারের অভিযোগে আজ একটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেনসহ পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ওই ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারের অভিযান চালানো হয়।অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা অনুসারে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান