ঝালকাঠিতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো. ইমরান (২৮), মো. সজিবকে (৩০)  এবং অজ্ঞাত এক যুবক।

সোমবার (২৮ মে) রাত থেকে মঙ্গলবার (২৯ মে) সকাল পর্যন্ত এই অভিযান চলে।

পুলিশ জানায়, নলছিটি থানা পুলিশ উপজেলার সুবিদপুর ইউনিয়নের তালতলা এলাকায় অভিযান চালিয়ে শহরের খাজুরিয়া এলাকার মো. ইমরান (২৮) ও মালিপুর এলাকার মো. সজিবকে (৩০) গ্রেফতার করা হয়। তাদের দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

রাসেল/