ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনায় বিএনপির পাচঁ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা প্রদানের দাবিতে জেলা বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ এসে নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে। এতে জেলা বিএনপির সদস্য আবদুল বারেক হাওলাদার, যুবদল কর্মী শহীদুল ইসলাম ও মঈন খান আহত হন।
পুলিশের লাঠিপেটায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
আরজেড/