ঝালকাঠির নলছিটিতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এক বিয়ের অনুষ্ঠানের খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। ওইদিন রাত ৮টার মধ্যে ১০৪ জন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন এবং অন্যরা বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, খাবারে বিষক্রিয়ার কারণে বেশিরভাগ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরের পর থেকে কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
হাসপাতালে ভর্তি অসুস্থদের স্বজনরা জানান, রবিবার দুপুরে প্রতাপ গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে ২৫০ জনকে নিমন্ত্রণ করা হয়। দুপুরে খাবার খেয়ে যাওয়ার পরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। ওইদিন বিকাল থেকে হাসপাতালে ভর্তি অসুস্থদের অনেকের বমি, পাতলা পায়খানা এবং কেউ কেউ বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন। খাবার খেয়ে অসুস্থ রিমির মা খাদিজা বেগম বলেন, ‘দুপুরে আমার স্বামী ও মেয়ে বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যায়। সেখান থেকে বাসায় ফিরে তারা অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত বমি ও পেটে ব্যাথার কারণে তাদের হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে এসে দেখি আরও অনেকে একই সমস্যায় এখানে ভর্তি হয়েছেন।’
এদিকে বরের বোন সারমিন আক্তার বলেন, খাবার রান্নায় কোনো সমস্যা হওয়ায় বৌভাতের খাবার খেয়ে আমার পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে আমার ভাই বর নজরুল ও তার স্ত্রী খাবার না খাওয়ায় তারা উভয়ই সুস্থ আছেন। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিয়াম আহসান বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান