ঝালকাঠির রাজাপুরের আদর্শপাড়া (হাইজ্যাক মোড়) এলাকায় মায়ের সামনে অটোরিকশার চাপায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে।
রোবাবার (২৭ মে) সকালে রনি মুন্সি (৬) নামে শিশুটি তার মা জাহানুর বেগমের চোখের সামনেই নির্মমভাবে প্রাণ হারায়।
নিহত রনি উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের হারুন মুন্সির ছেলে। হারুন মুন্সি ঢাকায় রং মিস্ত্রীর কাজ করেন।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, আদর্শপাড়া (হাইজ্যাক মোড়) এলাকার সোহাগ ক্লিনিক থেকে দোকানে যাওয়ার জন্য ওই শিশুসহ তার মা বের হন। ক্লিনিকের সামনের ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় একটি বেপরোয়া অটোরিকশার চাপায় শিশুরটির মাথা থেঁতলে যায়। এ সময় তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকের বাজার/একেএ