জেলায় আজ মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজন জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়।
মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সারাদেশের মতো ঝালকাঠিতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। (বাসস)