ঝালকাঠিতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করেছে সন্বনিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)।
বুধবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার চামটা বি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিথুন মিস্ত্রী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন তালুকদার। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার ঐশি। (বাসস)