ঝালকাঠিতে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুন) রাতে সদর উপজেলার শেখেরহাটের গুয়াটন গ্রামের নিজ ঘর থেকে ৫ বছরের শিশু হাসানের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে শিশু হাসানকে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে দিনমজুরের কাজ করতে যান তার মা রাজিয়া বেগম।

ফিরে এসে শিশুটির গলা কাট লাশ দেখতে পান তিনি।

এ বিষয় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরজেড/