জেলায় আজ জনগণকে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ‘সুলভ মূল্যের বাজার’ চালু করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা সদরের বারোচালা বাজারে এ দোকান উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও নিত্য প্রয়োাজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে এ বাজার চালু করা হয়েছে।‘সুলভ মূল্যের বাজার’- এ প্রতিকেজি আলু ৬২ টাকা, পেঁয়াজ কেজি ১০৫ টাকা, প্রতিকেজি ডাল ১০৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৭২টাকা ও প্রতিকেজি চিনি ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এ সময় ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ক্যাব ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মো. ইলিয়াস সিকদার ফরহাদ, সহ-সভাপতি মু. আল আমীন বাকলাই-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। (বাসস)