যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনায় আব্দুল (৪২) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। নিহত ইলিয়াস হোসেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ আবুহেনা মিলন জানান, বৃহস্পতিবার ভোর রাতে চন্দ্রপুর গ্রাম থেকে একটি গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে দুই চোর গণপিটুনির শিকার হয়। পরে পুলিশ তাদের আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরও জানান, আহত দুজনের মধ্যে ইলিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। চুরি করা একটি গরু উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান