ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে প্রচুর বিস্ফোরক, গ্রেনেড ও সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। তবে সেখানে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার ২১ এপ্রিল বিকেল পাঁচটার পর ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঝিনাইদহের সদর উপজেলার পোড়াহাটি গ্রামের কয়েকটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা।
পরে ওই এলাকার একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ রয়েছে বলে ধারণা করা হয়। তবে সেখানে অভিযান চালিয়ে ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এই অভিযানে বাড়িটির ভেতর বোমা তৈরির সরঞ্জামসহ প্রচুর বিস্ফোরক পাওয়া গেছে।
আজকের বাজার: আরআর/২১.০৪.২০১৭