ঝিনাইদহের ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ছবি : ইন্টারনেট

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম রুল কসাই ওরফে নুরু ডাকাত। সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টাকালে এই বন্দুকযু্দ্ধের ঘটনা ঘটে।

বুধবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে মহেশপুর-জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নুরু উপজেলার পুরন্দপুর গ্রামের আলী কসাইয়ের ছেলে। নুরু এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। দীর্ঘদিন এলাকায় তাকে দেখা যায়নি বলে জানান স্থানীয়রা।

মহেশপুর থানার এসআই কামাল হোসেন জানান, রাত ২টার দিকে সড়কে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশের পৃথক দুটি দল সেখানে যায়। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে তারাও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুরু নামে এক ডাকাত ঘটনাস্থলে নিহত হন।

ঘটনাস্থল থেকে একটি গুলিভর্তি শাটারগানসহ দুটি হাতবোমা, গাছ কাটা করাত উদ্ধার করে পুলিশ।

আরএম/