ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
শনিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আগমুন্দিয়া গ্রামে রেল লাইনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আগমুন্দিয়া গ্রামের রেল লাইনের পাশে জঙ্গলের মধ্যে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পায়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ ভারী কিছু দিয়ে থেতলে দেয়া হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন তাকে হত্যা করে কেউ ফেলে রেখে গেছে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, রেলওয়ে জিআরপি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
আজকের বাজার/একেএ