ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুলাই) সকালে উপজেলার ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আওয়ামী লীগের সমর্থক আজিজুর রহমান মেম্বর ও আফজাল হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
দ্বন্দ্বের জের ধরে গত ১ জুলাই তাদের মধ্যে সংঘর্ষে ৩জন আহত ও ২০টি বাড়িতে হামলা ও ভাংচুর হয়। শনিবার সকালে তারা আবারো ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
এতে ২০জন আহত হন বলে জানা যায়।
আজকের বাজার/একেএ