ঝিনাইদহ সদর উপজেলায় এক কৃষকের দুই বিঘা জমির কাটা ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম রনি জোয়ার্দ্দার।
বুধবার (২৩ মে) বিকেলে উপজেলার সুরাট গ্রামের চান্দোর বিলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক রনি জোয়ার্দ্দার জানান, কয়েকদিন আগে তার দুই বিঘা জমির ধান কেটে বিলের মধ্যে গাদা করে রেখে দেন। আবহাওয়া খারাপ থাকায় ও শ্রমিক না পাওয়ায় তিনি মাঠ থেকে ধান বাড়িতে আনতে পারেননি। গতকাল বিকেলে কে বা কারা তার অর্ধেক মাড়ায় করা ধানে আগুন ধরিয়ে দেয়। এতে তার দুই বিঘা জমির প্রায় ৫০ মন ধান পুড়ে যায়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মত ক্ষতি যেন কারো না হয়। মানুষের সাথে শত্রুতা করুক। কিন্তু ফসলের সাথে শত্রুতা যেন কেউ না করে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবী করেন তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক মামলা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাজার/একেএ