ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামে ছেলের লাঠির আঘাতে বাবা মাহাতাব উদ্দিন (৭০) নিহত হয়েছেন।
শনিবারা (২১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
জাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এবিএম শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পিতা মাহাতাব উদ্দিনের সাথে পুত্র ইউসুফ আলীর কথাকাটাকাটি হয়। তারই এক পর্যায়ে বৃদ্ধ পিতার হাতের লাঠিটি কেড়ে নিয়ে তাকে বেধড়ক পিটাতে থাকে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ছেলে ইউসুফ আলী (২২) মানসিক প্রতিবন্ধী বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করেছে। প্রতিবেশিরা ইউসুফকে আটক করে।
মহেশপুর থানার এস আই আলীমুজ্জামান জানান, বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
আরএম/