ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২৫ জুন) ভোর ৬টার দিকে ইউনিয়নের পোতাহাটি গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।
আটককৃতের নাম রুবেল। রুবেলের বাড়ি চাঁদপুর জেলার ইছাপুর গ্রামে।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিএডি (পুলিশ পরিদর্শক) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের আফজাল হোসেন মাস্টারের বাড়িতে ভোর ৬টা থেকে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় এক যুবককে।
প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোর ৬টা থেকে র্যাব সদস্যরা সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের আফজাল হোসেন মাস্টারের বাড়িটি ঘিরে রাখে। সকাল ৭টার দিকে তার বাড়িতে অভিযান শুরু করেন তারা। সেখান থেকে আটক করা হয় এক যুবককে।
আটক করার পর পরই ওই যুবকের চোখ বেঁধে ফেলেন র্যাব সদস্যরা। এর পর বাড়ির ভেতরের কক্ষে তল্লাশি চালায় র্যাব। সকাল ৯টার দিকে এ অভিযান শেষ করে ক্যাম্পে ফিরে যান র্যাব সদস্যরা।
আজকের বাজার/একেএ