ঝিনাইদহের মহেশপুরে একটি নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুলাই) বিকালে উপজেলার সীমান্তবর্তী কোদলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রেহানা আকতার ( ৩৫ )। তিনি উপজেলার জলুলী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।
মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভোর রাতে কোদলা নদীতে গোসল করতে যান রেহানা আকতার। তারপর নিখোঁজ হন তিনি। বিকালে নদীতে লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
ওসি আরও জানান, মরদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হবে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
আজকের বাজার/একেএ